কুষ্টিয়া দৌলতপুরে বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।
মোঃ মিজানুর রহমান (মিজান) স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. রিন্টু হোসেন (বাটুল) হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুর ১২টায় উপজেলার ডাংমড়কা গ্রামের টেনশন মোড়ে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ এবং পরিবারের সদস্যসহ এলাকার স্থানীয় নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, মোহাম্মদ আলী ও নিহত বাটুলের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন। এসময় বক্তারা বাটুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৩ জুন সন্ধ্যায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের কামারপাড়া টেনশন মোড়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মো. রিন্টু হোসেন (বাটুল) ৩৯। নিহত বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের ছেলে।
Leave a Reply