পটুয়াখালীতে জেলা যুবলীগ নেতা পলাশের ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত।
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদুর রহমান পলাশ এর ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১১ জুলাই মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯টায় টাউন জৈনকাঠী জৈনপুরী খানকাহস্থ কবরস্থানে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত শেষে কবরে পুষ্পস্তবক অর্পন করেন শহীদ মাহমুদুর রহমান পলাশের পিতা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, মা জাতীয় সংসদের সাবেক মহিলা সাংসদ মিসেস লুৎফুন নেছা, শহীদ পলাশের সহধর্মীনি রোকসানা পারভীন রিপা, ভাই ড. আতিকুর রহমান মাসুম, ছেলে হাসিন আরমান ফাহিম রহমান, মেয়ে ফারিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবির, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোঃ সোহেল, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা সহ অন্যান্যরা।
এছাড়া শহরের পুরান বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।
Leave a Reply