দিঘলিয়া উপজেলা কর্মকর্তাদের মাঝে ঈদ পূর্ণমিলনী ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার দিঘলিয়া খুলনা। পবিত্র ঈদুল আযহা ২০২৩ এর পরবর্তী বর্ণাঢ্য আয়োজন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছেন দিঘুলিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ। এতে আরো রয়েছেন উপজেলার চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম। গত সোমবার দিবাগত সন্ধ্যা ৭ঘটিকার সময় দিগুলিয়া উপজেলা অফিসার্স ক্লাবে সকল অফিসার নিয়ে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা,ও মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা শিউলি আক্তার ময়না বেগম, উপজেলা ভূমি কর্মকর্তা জনাব মাহমুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাহফুজুর রহমান, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ইউআইটিআরসিই সরকারি প্রোগ্রামার অরিন্দম মন্ডল, এবং নাম না জানা অনন্য কর্মকর্তারা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রমুখ।