“চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৬ নং উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে উপ- নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত”
কচুয়া পতিনিধিঃ
আব্দুল কাইয়ুম
অদ্য ১৭.০৭.২০২৩ খ্রি: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে উপনির্বাচন সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়। উক্ত উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দায়িত্বপালন করেন জনাব কে এম সোহেল রানা কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার, সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব মিজানুর রহমান অডিটর কচুয়া উপজেলা হিসাব রক্ষন অফিস। অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের ভোট কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং অফিসার ইনচার্জ কচুয়া থানা।
ইতোমধ্যে, সকল ভোটারগনকে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার মোতায়েন, সার্বক্ষণিক স্ট্রাইকিং ও মোবাইল টিম, ডি এস বি পুলিশের টিম, কঠোর অবস্থানে ছিল।
পরিশেষে শান্তিপূর্ণভাবে উপনির্বাচন সমাপ্ত হয় এবং বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়।
১: মোরগ – ৬২৯/-
২: তালা- ৫৮৯/-
৩: টিউবওয়েল -২৭৭/-
৪: ফুটবল – ১১১/-
৫: বৈদ্যুতিক পাখা – ০৯/-
৬: ঘুড়ি – ০৫/-
অবৈধ (বাতিল) ভোটের সংখ্যা: ২৫/-
অনুপস্থিত ভোটের সংখ্যা – ১০২০/-
বেসরকারি ভাবে ইউনুছ কে বিজয়ী ঘোষণা করা হয়।
Leave a Reply