আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে চোরাই ০৭ (সাত) টি মোবাইল ফোন উদ্ধার|| গ্রেফতার ১০ (দশ) জন
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা আনিসুজ্জামানের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে জামজামি পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিঃ) মোঃ শরীয়তুল্যাহ ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামি ১। মোঃ আশিকুর রহমান @ আশিকুজ্জামান রুপক (৩০), পিতা-মৃত স্বাধীন খন্দকার, সাং- ঘোষবিলা (খন্দকারপাড়া), থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা, ২। মোঃ সাহিল রহমান ডন (২৪), পিতা-মোঃ রেজাউল করিম, সাং-শংকরদিয়া, থানা-ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়), জেলা-কুষ্টিয়া, ৩। শ্রী শুভ সাহা (৩০), পিতা-শ্রী সুবেন্দ্র কুমার সাহা, সাং-কলেজপাড়া, ৪। বিশ্বজিৎ অধিকারী (২২), পিতা-প্রেমানন্দ অধিকারী, সাং- ক্যানালপাড়া, সর্ব থানা-আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদেরকে দুইটি চোরাই মোবাইল ফোন ১। ০১টি আকাশি কালারের Redmi-10C মডেলের মোবাইল ফোন, যার মূল্য অনুমান ১৬,০০০/- টাকা, ২। ১টি হালকা নীল রংয়ের Vivo-Y20 মডেলের মোবাইল ফোন, যার IMEI-1- 86509005 4289678/31 এবং IMEI-2- 865090054289660/31, যার মূল্য অনুমান ১৫,০০০/- টাকাসহ হাতেনাতে আটক করে জব্দ করে।
পরবর্তীতে উপরোক্ত আসামিদের দেওয়া তথ্য মতে অদ্য ১৬.০৭.২৩ তারিখ রাত আনুমানিক ০২:১৫ ঘটিকার সময় আলমডাঙ্গা পৌরসভাধীন চারতলা মোড়স্থ রথখোলার সামনের গেইটের সামনে হতে আসামি ৫। মোঃ মঞ্জুরুল ইসলাম (৩৮), পিতা- মোঃ আবুল কাশেম, সাং-এরশাদপুর (মক্তবপাড়া), ৬। শ্রী তাপস কুমার বিশ্বাস (২০), পিতা-শ্রী নিতাই কুমার বিশ্বাস, সাং-মাদ্রাসাপাড়া, ৭। মোঃ নাহিদ হাসান (১৯), পিতা-মোঃ সোলাইমান হোসেন, সাং-রথখোলা পাড়া, ৮। মোঃ আব্দুল্লাহ (৩০), পিতা-মোঃ মোহন আলী, সাং- রাধিকাগঞ্জ (ফকিরপাড়া), ৯। মোঃ আজহারুল ইসলাম @ আকাশ (২৫), পিতা-মোঃ আজিজুর রহমান, সাং-কলেজপাড়া, ১০। মিঠুন শাহা @ সুবেন্দ্র শাহা @ বিন্দু শাহা (৩০), পিতা-শ্যামল কুমার শাহা, সাং-কলেজপাড়া, সর্ব থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাদের ০৫ (পাঁচ) টি চোরাই মোবাইল ফোন ১। ১টি হালকা বেগুনি কালারের Vivo-Y15s মডেলের মোবাইল ফোন, যার IMEI-1-86248705829 7751(41) এবং IMEI-2- 862487058297744(41), যার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা, ২। ১টি নীল কালো রংয়ের Vivo-Y91c মডেলের মোবাইল ফোন, যার IMEI-1- 864893048243557 এবং IMEI-2- 864893048243540 যার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা, ৩। ১টি ছাই কালারের Realme-C11 মডেলের মোবাইল ফোন, যার IMEI-1- 862539040282372 /97 এবং IMEI-2- 862539040282364/97 যার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা, ৪। ১টি হালকা নীল রংয়ের Vivo-Y21 মডেলের মোবাইল ফোন, যার IMEI-1- 868126065113999/37 এবং IMEI-2- 868126065113981/37 যার মূল্য অনুমান ১৮,০০০/- টাকা, ৫। ১টি কালো সিলভার কালারের One touch 6010D TCL CE1588 মডেলের পুরাতন মোবাইল ফোন, যার মূল্য অনুমান ১২,০০০/- টাকাসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।