পটুয়াখালীর দুমকী উপজেলা ইউপি নির্বাচনে লেবুখালিতে নৌকা আর শ্রীরামপুরে স্বতন্ত্র প্রার্থীর বিজয়
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালীর দুমকীতে ইউপি নির্বাচনে লেবুখালি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ তুহিন আকন ও শ্রীরামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আজহার আলী মৃধা বিজয়ী হয়েছে।
সোমবার (১৭ জুলাই) রাতে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমন মিয়া।
তিনি জানান, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে আলহাজ্ব আজহার আলী মৃধা ৭ হাজার ৩শ’ ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক নিয়ে আমিনুল ইসলাম সালাম পেয়েছেন ৪ হাজার ৮৩ ভোট।
অপরদিকে লেবুখালি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মোঃ তুহিন আকন ৪ হাজার ২শ’ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জহিরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬শ’ ২৯ ভোট। এছাড়া আনারস প্রতীকের প্রার্থী মোঃ জলিলুর রহমান তালুকদার পেয়েছেন ১ হাজার ৩শ’ ৭০ ভোট, চশমা প্রতীকে হাসান মাহমুদ দুলাল পেয়েছেন ১ হাজার ৪৯ ভোট ও আটো রিক্সা প্রতীকে মোঃ দেলোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৮শ’ ৩১ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার সুমন মিয়া জানান, কোন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে আমরা রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেছি।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে প্রতিটি ইউনিয়নে আমাদের বাড়তি নজরদারি ছিল এবং এখনো আছে।
Leave a Reply