খামারমাগুরায় ৪ বছর বয়সী শিশুকে হত্যা
হুসাইন মোহাম্মদ রাব্বি
স্টাফ রিপোর্টার
১৭/৭/২৩ রাতে দাদা দাদির পাশ থেকে ইয়ামিন (৪)পিতা মোঃ নাছির (৩৫) ঘুমন্ত অবস্থায় চুপিসার শিশুটিকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী পাট খেতে মৃত অবস্থায় পার্শ্ববর্তী পাট খেতে পাওয়া যায়। পরবর্তীতে নিকটবর্তী থানাতে জানালে পুলিশ সদস্যরা এসে লাস্ট উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। মৃত্যুর কারন এখোন জানা যায়নি । এ বিষয়ে এখনো মামলা দায়ের করা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন । বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান যে এ বিষয়ে তদন্ত হবে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে ঘটনাটি ঘটে রাজবাড়ী জেলা,বালিয়াকান্দি উপজেলার,খামার মাগুরা গ্রাম