চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু তারেক এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলা পুলিশ, কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিলশেডে
অদ্য ১৮.০৭.২০২৩ খ্রি: তারিখ আনুমানিক ১২:৩০ ঘটিকায় অত্র জেলায় কর্মরত মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গার বদলি জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা গত ১৪.০৩.২০২০ খ্রি: জেলা পুলিশ, চুয়াডাঙ্গায় যোগদান করেন। সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ হতে নৌ পুলিশে বদলির আদেশপ্রাপ্ত হন। তিনি জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদে যোগদান করে অর্পিত দায়িত্ব দক্ষতা, কর্মনিষ্ঠার ও সাহসিকতার সাথে পালন করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় তাকে স্মৃতি স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং তার কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, মোঃ আলমগীর কবীর, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।
Leave a Reply