দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০১ (এক) টি গাঁজার গাছ উদ্ধার
অদ্য ২১ শে জুলাই ২৩ ইং রোজ শুক্রবার রাত ৩.০০ ঘটিকায়
দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আমান উল্লাহ এর নেতৃত্বে দর্শনা থানাধীন তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই(নি:) ফকির ফেরদৌস আলী সঙ্গীয় অফিসার এএসআই(নি;) মোঃ আনোয়ার জাহিদ, এএসআই(নি:) উত্তম কুমার দাস এবং ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামস্থ গহেরপুর হতে সুজায়েতপুরগামী মেঠো কাঁচা রাস্তার পশ্চিম পাশে আসামি ১। মো: মুক্ত হোসেন (৪৮), পিতা-মৃত সাবদার মোল্যা, সাং-আন্দুলবাড়ীয়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গার পেয়ারা ও কমলা বাগান হতে অবৈধ মাদকদ্রব্য ০১ টি গাঁজা গাছ, যার কান্ড এবং ডালপালা, পাতাসহ মোট ওজন ০৪ (চার) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম উদ্ধারপূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
এ সংক্রান্তে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
Leave a Reply