কৃষকের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়ন চেয়ারম্যানের নিকট দাবীনামা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২৩ শে জুলাই ২৩ ইং বেলা ১১ ঘটিকায় পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের পক্ষ থেকে সকল ফসলের মাঠে বজ্রপাতকালীন আশ্রয়কেন্দ্র ও টিউবয়েল স্থাপন এবং প্রত্যেক গ্রামে মশা নিধনের দাবীতে পদ্মবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। চেয়ারম্যান দাবীনামা গ্রহন করেন এবং সমস্যা সমাধানের আশ^াস দেন। তিনি আরো বলেন ‘‘ কৃষকের যদি কোন সমস্যা থাকে তাহলে আমাকে জানালে আমি সেটা তাৎক্ষনিক ব্যবস্থা নেব”। দাবীনামা প্রদানের সময় জেলা কৃষক জোটের সহ সভাপতি বায়েজিদ রহমান জোয়ার্দার ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আব্দুর জব্বার,সাধারণ সম্পাদক লিটন ইউনিয়ন কৃষক জোটের কোষাধ্যক্ষ ছহির উদ্দিন, সদস্য আসমান হোসেন, আব্বাস আলী, রিসোর প্রোগ্রাম অফিসার চুমকি খাতুন ফিল্ড অরগানাইজার মামুন ও সাধন কর সহ অনেকে উপস্থিত ছিলেন।
দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো সংস্থা বাস্তবায়নাধীন “কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ)” এর আওতায় উক্ত দাবি নামা পেশ করা হয়।
Leave a Reply