পটুয়াখালীতে বৃক্ষমেলার উদ্বোধন
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি ,পটুয়াখালী।
"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি" এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। রবিবার সকালে ডিসি স্কয়ারে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ সময় জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা,উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালী, মো: সফিকুল ইসলাম সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সকাল দশটায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বন্যার্ঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষ বন তাপসীতে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরন করেন উপ বন সংরক্ষক,বিভাগীয় বন কর্মকর্তা,উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালী, মো: সফিকুল ইসলাম ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, এ সময় আরো উপস্থিত ছিলেন রাংগাবালী রেন্জ এর রেন্জ কর্মকর্তা, অমিতাভ বসু।