পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ”-এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। সভায় শেরে-বাংলা নৌ ঘাটি, কোষ্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ, প্রানী সম্পদ অধিদপ্তর, কৃষি বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। সভায় মৎস সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে পোনা মাছ অবমুক্তকরন, শোভাযাত্রা, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন রয়েছে।
Leave a Reply