পুলিশ সুপারের আমন্ত্রণে চুয়াডাঙ্গায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক মহান মুক্তিযুদ্ধভিত্তিক গ্যালারিটি পরিদর্শন করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখা
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২৪ শে জুলাই ২৩ ইং রোজ সোমবার বেলা ১২.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স পরিত্যক্ত একটি ১২০০ বর্গফুট রুমে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল্লাহ আল মামুন নিজ উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামক মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্যালারি তৈরী করেন। তিনি বঙ্গবন্ধু ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সমন্ধে তরুণদের জানানোর জন্য তৈরী করেন।১২০০ বর্গফুট গ্যালারিতে শোভা পাচ্ছে ৮ টি কংক্রিটের ওয়াল ৩ টি বোর্ড ওয়াল ৩ স্টিক ওয়াল ২ টি স্মৃতি স্মারক ওয়াল। এতে রয়েছে ১৯৪৭ সাল হতে ২০২৩ সাল পযন্ত নানান ঘটনাবলীর ৩০০ টি ছবি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য উন্নয়ন ও সোনার বাংলা। বঙ্গবন্ধু সম্পর্কিত বই প্রধান মন্ত্রী শেখ হাসিনার জীবনী রাষ্ট্রীয় স্মারক মুক্তিযোদ্ধার ব্যাবহারিত ৩০৩ রাইফেল হ্যান্ডগ্রেনেড সহ প্রভৃতি। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন ও স্বীকৃতি। এমন উদ্যোগে জন্য সাধুবাদ জানাচ্ছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে।
গ্যালারী দেখতে আসা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক গরীব রুহানি মাসুম যুগ্ম আহবায়ক আবু হাশেম যুগ্ন আহবায়ক জাকির হোসেন যুগ্ন আহবায়ক বায়েজিদ রহমান জোয়ার্দার যুগ্ন আহবায়ক ববিন মোস্তাফিজ যুগ্ন আহবায়ক আলিফ জোয়ার্দার সদস্য সচিব বখতিয়ার হোসেন জোয়ার্দার সদর উপজেলা আহবায়ক আকরামুল হক কামাল সদস সচিব মোঃ শাহাজান আলী পৌর সদস সচিব নিয়তি সহ অনেকে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃত্বীবৃন্দু বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শেকে বুকে ধারন করে বড় হতে চাই। আমরা ২০৪১ সালের মধ্যে প্রধান মন্ত্রীর আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়াতে ভুমিকা রাখবো।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের ঋন মা বোনেদের ইজ্জতে বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা। এর পেছনে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিশাল অবদান। এটিকে মুলত পরিচয় করিয়ে নেওয়য় টানা ৪ মাস কর্মযজ্ঞে নির্মিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ গ্যালারী। তিনি আরও বলেন উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু ও বাংলাদেশ গ্যালারিটি দ্রুত সকলের জন্য উন্মুক্ত করার মাধ্যম চুয়াডাঙ্গা সহ দেশবাসী বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানার সুযোগ পাবে।
Leave a Reply