চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাকে স্বাগত জানালেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোট
চুয়াডাঙ্গা পতিনিধি
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ২৫ শে জুলাই ২৩ ইং মঙ্গলবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চুয়াডাঙ্গা জেলা কৃষক জোট। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু, সহ-সভাপতি বায়োজিদ জোয়ারদার সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হাবলু রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষক জোটের সভাপতি এ্যাড. রবিউল হক, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক লিটন হোসেন, দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত “চাষাবাদ” প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসমা হেনা চুমকিসহ কৃষক জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
শুভেচ্ছা জানানোর সময় কৃষক জোট নেতৃবৃন্দ কিছু সময় মতবিনিময় করেন। মতবিনিময় কালীন কৃষক নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে জানান বর্তমান ভরা বর্ষা মৌসুমেও প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় এবং জলাধার গুলোতে পানি না থাকায় চুয়াডাঙ্গা জেলার কৃষকরা পাট জাগ দিতে পারছেনা। জিকে খাল কর্তৃপক্ষ ইতিমধ্যে খালে পাট জাগ না দেওয়ার জন্য মাইকিং করেছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোন বিধি-নিষেধ আসে কিনা কৃষকরা সেই শংকায় রয়েছে। গত বছর কৃষকরা এধরনের পরিস্থিতির সম্মুখীন হলে চুয়াডাঙ্গা জেলা কৃষক জোট এর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাট জাগ দেওয়ার সমস্যা সমাধানের জন্য লিখিত দাবীনামা প্রদান করা হয়। তারই প্রেক্ষিতে মন্ত্রণালয় পরিপত্র জারি করার মাধ্যমে কৃষকের পাট জাগ দেওয়ার সমস্যা সমাধান হয়। আমরা এবছরও পাট জাগ দেওয়ার সমস্যা লাঘবে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি।
Leave a Reply