পটুয়াখালীতে অজ্ঞাত এক টোকাই যুবকের লাশ উদ্ধার…
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি , পটুয়াখালী।
পটুয়াখালীতে অজ্ঞাত এক টোকাইর দেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(২৬ জুলাই) বিকাল ৫ টায় পটুয়াখালী জেলা শহরের পুরানবাজারস্থ টাউন উচ্চ বিদ্যালয়ের বাথরুমের পিছন থেকে অজ্ঞাতনামা আনুমানিক ২০ বছরের পরিত্যাক্ত প্লাস্টিকের বোতলজাত দ্রব্য সংগ্রহের টোকাইর দেহ উদ্ধার করেছে সদর থানার এসআই মাহাবুবের নেতৃত্বে পুলিশের একটি দল।
পুলিশের এসআই মাহাবুব জানান, অজ্ঞাতনামা এক টোকাই যুবকের দেহ উদ্ধার করার পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হচ্ছে। ডাক্তার না বলা পর্যন্ত মৃত বলতে পারছি না। স্থানীয় কাউন্সিলর জাহিদ হোসেন বলেন, টাউন স্কুলের পিছন থেকে পুলিশ অজ্ঞাতনামা ঢাকা থেকে আগত প্লাস্টিকের বোতল টোকানো এক টোকাই যুবকের লাশ উদ্ধার করে হাসতালে নেয়া হচ্ছে। কাউন্সিলর আরো জানান, ঢাকা- পটুয়াখালী ও পটুয়াখালী- ঢাকা নৌ-রুটে ডাবলডেকার লঞ্চে বোতল সংগ্রহ করতে একাধিক টোকাই পটুয়াখালীতে আসে। অজ্ঞাত যুবক তাদেরই একজন হতে পারে। এ রিপোরর্ট লেখা অব্দি মৃত্যুর কারন উদঘাটন করতে পারেনি পুলিশ।
Leave a Reply