জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বায়েজিদ জোয়ারদার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত 'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে
অদ্য ২৫.০৭.২০২৩ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মাথাভাঙ্গা নদী (পুলিশ পার্ক সংলগ্ন) চুয়াডাঙ্গায় মাছের পোনা অবমুক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা, জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ, সুপার, চুয়াডাঙ্গা, জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব দীপক কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও মৎস্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।