চুয়াডাঙ্গায় একযোগে তিন থানার ওসি বদলি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বায়েজিদ জোয়ারদার
অদ্য ২৭ শে জুলাই ২০২৩ ইং বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবারও বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। এরমধ্যে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক আলমগীর কবীর। এর আগে তিনি পুলিশ সুপার কার্যালয়ে ডিআইওয়ান হিসাবে দায়িত্বে ছিলেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার সাহা। তিনি চুয়াডাঙ্গা কোট পুলিশের পরিদর্শক ছিলেন। জীবননগর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসান। তিনি এর আগে কুষ্টিয়া দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। খুব শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন তারা। এদিকে দামুড়হুদা মডেল থানার (ওসি) সাইফুল ইসলাম. দর্শনা থানার (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও জীবননগর থানার (ওসি) নাসির উদ্দিন মৃধা বদলির আদেশ কোথায় নেওয়া হয়েছে সেবিষয়ে গত রাত্রে বিস্তারিত-জানা সম্ভব হয়নি।