চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বায়েজিদ জোয়ারদার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে ‘মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ প্রতিপাদ্যে অদ্য ৩০.০৭.২০২৩ খ্রি: সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় হতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ড.কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা, আব্দুল্লাহ্ আল মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্নেহের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
Leave a Reply