চুয়াডাঙ্গা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বায়েজিদ জোয়ারদার
নেত্রী আপনি আমাদের চুয়াডাঙ্গার প্রতি ষোল আনা ভরসা রাখতে পারেন।
............ছেলুন জোয়ার্দ্দার (এমপি)।
আন্দোলনের নামে বিএনপি কর্তৃক অগ্নিসংযোগ, ভাংচুর, সরকারি সম্পদ ক্ষতি সাধন ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (এম পি) এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার (৩০ জুলাই) বিকাল ৪টার সময় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
সকলকে বিক্ষোভ মিছিল শেষের জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (এম পি) এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় তিনি বলেন শান্ত দেশটাকে যারা অশান্তির আগুনে পোড়াতে চাচ্ছে তাদেরকে আমরা সফল হতে দেবো না,
নেত্রী আপনি আমাদের চুয়াডাঙ্গার প্রতি ষোল আনা ভরসা রাখতে পারেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও চুয়াডাঙ্গা জেলার মানুষ আপনার পাশে ছিল, আছে ও থাকবে, ভবিষ্যতেও নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয় করে আপনার হাতকে শক্তিশালী করবো, ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক, আব্দুল কাদেরসহ, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মী ও অঙ্গসংগঠন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখা সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।