ঠাকুরগাও জেলা পুলিশ মাস্টার প্যারেট অনুষ্ঠিত হয়
সবুজ আলী ঠাকুরগাও জেলা প্রতিনিধি
অদ্য ৩১ জুলাই ২০২৩ তারিখ সন্মানিত নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাষ্টার প্যারেডে সকাল ০৮:০০ ঘটিকায় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মহোদয়। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার ঠাকুরগাঁও মহোদয় মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন জনাব মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঠাকুরগাঁও। এ ছাড়াও মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ মনজুরুল আলম, সহকারি পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল, জনাব খান আসিফ তপু, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ), ঠাকুরগাঁওসহ সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, আরওআই, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআইসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স। মাষ্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন।