চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার ll গ্রেফতার ০২ (দুই) জন
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বায়েজিদ জোয়ারদার
অদ্য ৩ রা আগস্ট ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার রাত১১.৫৫ মিনিট সময় ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ)/সুমন্ত বিশ্বাস সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/বিজন কুমার, এএসআই (নিঃ)/ মোঃ আবেদুর রহমান, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
দামুড়হুদা থানাধীন কুশাঘাটা গ্রামস্থ চুয়াডাঙ্গা টু দামুড়হুদা গামী রেডে তাল্লুর সুতার মিলের সামনে পাকা রাস্তার উপর হতে আসামি ১) মোঃ আক্কাস আলী(৪০), পিতা-ফিরোজ আলী, সাং-দামুড়হুদা(দশমীপাড়া) ২) মোঃ জামাল উদ্দীন@লিটন(২৯), পিতা-মৃত মকলেছুর রহমান, সাং-দামুড়হুদা(পুরাতন বাজারপাড়া), উভয় থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতারপূর্বক তাদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ০৩ (তিন) কেজি গাঁজা, মূল্য অনুমান-৭৫,০০০/- (পচাত্তর হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দামুড়হুদা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।