দামুড়হুদা মডেল থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার|| গ্রেফতার-০২ জন
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বায়েজিদ জোয়ারদার
পদ্য ৬ই আগস্ট ২৩ ইং ভোর আনুমানিক ৪.০৫ ঘটিকায় সময় মোঃ আলমগীর কবীর,
অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মঞ্জুরুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দামুড়হুদা মডেল থানাধীন চিৎলা কদমতলা সাকিনস্থ মোঃ সাঈদ, পিতাঃ মোঃ মুনসুর হোসেনের মটর সাইকেল গ্যারেজের সামনে দামুড়হুদা টু কার্পাসডাঙ্গাগামী পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ সাকিল আহম্মেদ (২২), পিতা- মোঃ সুজন আলী, সাং- চিৎলা, ২। মোঃ আজিজুল শেখ (৩২), পিতা- বাবু শেখ, সাং- গোবিন্দহুদা, উভয় থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।