জেলা পুলিশ, চুয়াডাঙ্গায় যোগদানকৃত নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-কে বরণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বায়েজিদ জোয়ারদার
চুয়াডাঙ্গা জেলা পুলিশে সদ্য যোগদানকৃত মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার।
অদ্য ০৭.০৮.২০২৩ খ্রিঃ বেলা ১২:৩০ ঘটিকায় স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে গত ১লা ডিসেম্বর ২০১০ খ্রিঃ তারিখ সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কেএমপি, খুলনার আড়ংঘাটা থানাধীন গাইপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণ করে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জনাব সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক, ডিএসবি, শেখ মাহাবুব, ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা।