পাবনার সাথিয়া চেক চুরি সাক্ষর জাল করে টাকা উত্তোলন। একজন মহিলা গ্রেফতার।
বেড়া, পাবনা প্রতিনিথি ঃ পাবনার সাথিয়ায় এন ডিপি এনজিওর চেক চুরি করে জাল স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা তুলেছে একটি চক্র সালেহা নামে একজন কে আটক করেছে পুলিশ । থানায় মামলা হয়েছে চেক চোরের বিরুদ্ধে ।
হুবহু অন্যের চেক ও স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে আড়াই লক্ষ তুলে নিচ্ছে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র। মামলা ও এনডিপি অফিস সুত্রে জানা যায় গত ১/৮/২৩ ইং তারিকে এনডিপির ব্যবস্থাপক আব্দুর রহমান ১০০ পাতার একটি চেক তার টেবিলে রাখে বাহিরে যান গত রবিবার তার মোবাইল ফোনে সাথিয়া রুপালি ব্যাংক শাখা থেকে আড়াই লক্ষ টাকা উত্তোলনের ম্যাসেজ আছে। যার হিসাব নম্বর হল ৩৮০৬০২০০০১৭৪৯ চেক নম্বর ২৭৬৯১৮১ আব্দুর রহমান হতবাগ হয়ে সন্দেহ যান পরে টেবিলের ড্রয়ার চেক করে দেখেন চেকের চার টি পাতা নেই তিনি তাড়াতাড়ি ব্যাংকে জান টাকা উত্তোলের বিষয়ে জানতে চান। ব্যাংক কর্মকর্তা তাকে তার চেক দেখান তখন দেখতে পান চেক চুরি করে সাক্ষর জাল করে টাকা উত্তোলন করছে একটি চক্র। বিষটি অন্য শাখা কে অবগত করা হয়। পরবর্তী গত ৬/৮/২৩ তারিখে বেড়া শাখা রুপালি ব্যাংক হতে টাকা উত্তোলন করতে এসে ধরা পড়ে সালেহা নামে একজন নারি বেড়া মডেল থানা তাকে আটক করে পরে সাথিয়া থানায় হস্তান্তর করেন। সাথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, চেকচুরির চক্র একজন নারি নামে মামলা হযেছে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা প্রতিনিধি।
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২
তারিখ ৭/৭/২৩ ইং