বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বায়েজিদ জোয়ারদার
অদ্য ৮ ই আগস্ট ২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকার সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক বীর পুত্র আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পরম শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মহোদয় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি জাতির এক মহিয়সী নারীর নাম । তিনি ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। এই মহিয়সী নারীর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা। তিনি বঙ্গবন্ধুকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছেন। বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন তখন তাঁর অবর্তমানে সংগঠন পরিচালনায় প্রধান সমন্বয়কারীর গুরুদায়িত্ব পালন করেছেন। জেলগেটে বঙ্গবন্ধুকে দেখতে গিয়ে নেতা-কর্মীদের খোঁজখবর নিতেন। আবার জেলগেট থেকে ফিরে বঙ্গবন্ধু প্রদত্ত দিক-নির্দেশনাও নেতা-কর্মীদের কাছে পৌঁছে দিতেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট, চুয়াডাঙ্গা, মাহফুজুর রহমান মনজু, চেয়ারম্যান, জেলা পরিষদ, চুয়াডাঙ্গা, জাহাঙ্গীর আলম মালিক, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা, মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বীর পুত্র মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গাসহ সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।
Leave a Reply