চুয়াডাঙ্গা সদর কুশোডাঙ্গা গ্রামে নিমতলা মাঠে সড়কে গাছ ফেলে ডাকাতি করার সময় ডাকাত আটক
চুয়াডাঙ্গা পতিনিধি
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১০ই আগষ্ট ২৩ ইং রাত ৯•৩০ ঘটিকায় সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে কুশোডাঙ্গা গ্রামে নিমতলা সড়কে গাছফেলে ডাকাতি করছিল।পথচারিদের কাছ থেকে সোনার চেইন কানের দুল ও নগদ টাকা ছিনিয়ে নেই। ডাকাতিকালে পথচারীদের হইচই চিৎকার শুনে কুশোডাঙ্গা নিমতলা গ্রামের জনতা ধাওয়া করে আটক করেছে ডাকাতি দলের এক সদস্য । ডাকাত সদস্য আটকের পর জনতা হাতে গণধোলাই আহত হয়। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছায়ে ডাকাত সদস্যকে উদ্ধার করে। আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান কাজল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পুলিশ বিশেষ সূত্রে জানতে পারেন কুষ্টিয়া সদর থানাধীন আমলা পাড়ার ফরহাদ হোসেনের পুত্র সুমন আলী ৩৫ ডাকাত সদস্য।
এমন তো অবস্থায় চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ নীলমনিগঞ্জ সড়কটি অতি জনগুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কে রাতে পুলিশি টহল জোরদারকরনের জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নজর দেয়া প্রয়োজন।
Leave a Reply