পবনাপুর মহিলা কলেজের এইচএসসি-২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মোঃ মামুনুর রশিদ
স্টাফঃ রিপোর্টার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর মহিলা কলেজের ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের বিদায় ও ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানের শুরুতেই ১৫আগষ্ট উপলক্ষে ১মিনিট নিরবতা পালন করা হয়। আজ রবিবার (১৩আগষ্ট) দুপুরে পবনাপুর মহিলা কলেজের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও পবনাপুর মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহ আলম মন্ডল ছোটবাবা।
এসময় বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ এস.এম . জহুরুল ইসলাম সরকার পবনাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি খন্দকার সিদ্দিকুল ইসলাম রবি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রভাষক মিজানুর রহমান মিজান প্রভাষক আলমগীর প্রধান শরিফুল ইসলাম মোঃ মামুনুর রশিদ খোকন সঞ্জীব কুমার মাসুদা খাতুন গোলাম মোস্তফা মাহমুদ ইসলাম আজিমসহ আরোও অনেকেই বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী সালাহ উদ্দিন কাশেম আসাদুজ্জামান রুবেল মাসুমা রওশন সাঈদ বাবু বিদায়ী শিক্ষার্থী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র কলেজে প্রভাষক মিজানুর রহমান মিজান।
অত্র পবনাপুর মহিলা কলেজটি প্রত্যন্ত গ্রামঞ্চলে নারী শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। দীর্ঘ ২৩বছরে এমপিও ভুক্ত না হাওয়া শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে । এই বছর ৯৮ জন শিক্ষার্থী ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানা যায়।
পরিশেষে দোয়া পরিচালনা করেন কলেজ স্টাফ মাওলানা সামছুজ্জোয়া।