চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ নাট্যদলের পরিবেশনায় মঞ্চায়িত হল নাটক ‘অভিশপ্ত আগস্ট’
চুয়াডাঙ্গা পতিনিধি:
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে
অদ্য ১৩.০৮.২০২৩ খ্রি: সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ নাট্যদলের পরিবেশনায় মঞ্চায়িত হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’।
১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনাকে উপজীব্য করে বাংলাদেশ পুলিশ নাট্যদল ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি পরিবেশন করে। নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের নৃশংসতম হত্যাকাণ্ডের চিত্র উঠে আসে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের তথ্য সংকলন ও গবেষণায় এবং পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় নাটকটিতে ৩২টি চরিত্র রয়েছে। এক ঘন্টা দশ মিনিট ব্যাপ্তির ‘অভিশপ্ত আগস্ট’ নাটকের বিভিন্ন চরিত্রে বাংলাদেশ পুলিশ নাট্যদলের কলাকুশলীগণ অনবদ্য অভিনয় করেন যা সত্যিই প্রশংসনীয়। নাটকের শেষ দৃশ্যায়নের সন্মানিত দর্শকবৃন্দ আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত হয়ে পড়েন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেছেন বীর মুক্তিযুদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, মাননীয় সংসদ, চুয়াডাঙ্গা-১, হাজী আলী আজগর টগর, মাননীয় সংসদ, চুয়াডাঙ্গা-২, ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা, শিরিন নাঈম পুনম, মাননীয় সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন), ড. সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সাজ্জাৎ হোসেন, সিভিল সার্জন, বিজ্ঞ সিজেএম, চুয়াডাঙ্গাসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ, চুয়াডাঙ্গা জেলার সকল দপ্তরের প্রধানগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা।
Leave a Reply