পটুয়াখালীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের প্রদীপ প্রজ্জ্বলন ও আলোর মিছিল অনুষ্ঠিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি , পটুয়াখালী।
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে পটুয়াখালীতে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পৌর শহরের নতুন বাজার পাষানময়ী কালী বাড়ি থেকে আলোর মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে গিয়ে শেষ হয়।
এসময় আলোর মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সহ-সভাপতি মনথাং তালুকদার, তপন কর্মকার, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট তারক চন্দ্র সাহা, মহিলা সম্পাদিকা এ্যাডভোকেট বনলতা দাস, পৌর কমিটির সভাপতি চিন্ময় সাহা, শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক গৌতম কুমার দাস, সাধারণ সম্পাদক নিরত লাল বৌদ্ধ, সদর উপজেলার সভাপতি স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার, শিক্ষক পরিষদের সদস্য বিদ্যুৎসহ অনেকে।
পরে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবী করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
Leave a Reply