সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ ২
সাতক্ষীরা প্রতিনিধি:শামীম হোসেন
সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ ২
যুবককে আটক করেছে।আটককৃতদের নামমোঃ সাইফুল ইসলাম(৪২) ও সাজ্জাদ হোসেন চঞ্চল(২০)।উভয়ের বাড়ি সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামে।ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের সার্বিক তত্ত্বাবধানে জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবির এসআই তন্ময় কুমার দেবনাথ, এএসআই গোপাল,এএসআই তৌহিদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বৃহম্পতিবার বিকালেসাতক্ষীরা থানাধীন শিয়ালডাঙ্গা সাকিনস্থ মোঃ অহেদ সরদার(৬৫) এর বসত বাড়ির উঠানের উপর অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ ঐ দুই যুবক কে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃতদের নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করেছে।যার মামলা নং – ৩৪, তারিখ- ১৭/০৮/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯(ক)/৪১। ওসি ডিবি আরো জানান আটককৃত আসামীকে আগামীকাল বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।