পটুয়াখালীতে ভয়াবহ ২১ আগস্ট উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যােগে মানববন্ধন ও প্রতিবাদ সভা
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের বিচার দ্রুত কার্যকর করার দাবীতে পটুয়াখালী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
সোমবার সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতির সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. হারুন অর রশীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. শৈমেন্দ্র লাল শৈলেন, পিপি আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম বাদল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ইউসুফ আলী হাওলাদার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. উজ্জল বোস, এ্যাড. লুৎফর রহমান খোকন, এ্যাড. এনামুল হক। সভা সঞ্চালনায় ছিলেন এ্যাড. তুহিন।
Leave a Reply