পটুয়াখালীতে নতুন প্রজন্মকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালীতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করনের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষার্থীদেরকে যুদ্ধকালীন বিরত্বগাথা শোনান মুক্তিযোদ্ধারা।অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ আবদুল্লহ সাদীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ( জামুকা) এর যুগ্ম সচিব ও পরিচালক মোঃ শাহ আলম সরদার, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন জামুকা’র প্রকল্প পরিচলক উপসচিব ড.মোঃ নুরুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। মুক্তিযুদ্ধকালিন বীরত্বগাঁথা শোনান বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক আকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান, বাদল ব্যানার্জী, শাজাহান খান প্রমুখ।
Leave a Reply