পটুয়াখালীতে আইভি রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
২০০৪ সালে বিএনপি জামাত জোট সরকারের ২১ আগষ্ট সন্ত্রাসী গ্রেনেড হামলা স্বীকার হয়ে ২৪ আগস্ট জীবন উৎসর্গকারী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেবুন্নেছা রহমান আইভী এর ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় পটুয়াখালী লঞ্চঘাট চত্তর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজালাল খান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাড. সৈয়দ সোহেল।
এসময় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ মহিলা আওয়ামীলীগ অংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা ২০০৪ সালের বর্বরোচিত গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে হামলার মাসটার মাইন্ড সহ সকলের বিচার দ্রুত কার্যকর করার দাবী জানান।