মদ পানে কিশোরীর মৃত্যু
আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। অসুস্থ ইমুতে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
মৃত জান্নাত আক্তারের মামাতো বোন তানহা ইসলাম বলেন, “জান্নাত ও ইমু আক্তার দুজনেই একটি বিউটি পার্লারে কাজ করে। তারা দুজনেই খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকা তারা দুজনে একসাথেই থাকতেন। রাতে তারা দুজনেই মদ্যপান করে। সকালে দিকে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা জান্নাতকে মৃত ঘোষণা করেন। আহত ইমু আক্তারকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক”।
“মৃত জান্নাত ও ইমু আক্তার দুজনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায়। জান্নাত আক্তারের বাবার নাম মো. হান্নান মিয়া”- বলেন তানহা ইসলাম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে”।বসুন্ধরা আবাসিক এলাকায় মদ্যপানে জান্নাত আক্তার (২৪) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইমু আক্তার (২৫) নামে আরও এক যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই বিউটি পার্লারে কাজ করতো।
রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় মদ্যপানে জান্নাত আক্তার (২৪) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইমু আক্তার (২৫) নামে আরও এক যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই বিউটি পার্লারে কাজ করতো।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। অসুস্থ ইমুতে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
মৃত জান্নাত আক্তারের মামাতো বোন তানহা ইসলাম বলেন, “জান্নাত ও ইমু আক্তার দুজনেই একটি বিউটি পার্লারে কাজ করে। তারা দুজনেই খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকা তারা দুজনে একসাথেই থাকতেন। রাতে তারা দুজনেই মদ্যপান করে। সকালে দিকে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা জান্নাতকে মৃত ঘোষণা করেন। আহত ইমু আক্তারকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক”।
“মৃত জান্নাত ও ইমু আক্তার দুজনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায়। জান্নাত আক্তারের বাবার নাম মো. হান্নান মিয়া”- বলেন তানহা ইসলাম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে”।
হুসাইন মোহাম্মদ রাব্বি
বিশেষ প্রতিনিধি