পটুয়াখালীতে কারাগারে এক কয়েদীর মৃত্যু
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালী জেল কারাগারে ইসমাইল হাওলাদার (৪৬) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। কয়েদি নং ৩৫/৩৪ এ রবিবার (৩সেপ্টেম্বর) বেলা পৌনে ১ টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইসমাইল কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা এলাকার নরুল হক এর ছেলে । গত ২৯ জুলাই থেকে দন্ডবিধির ৪২০ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করছিলেন।
পটুয়াখালী কারাগারে জেল সুপার মোঃ মাহবুবুল আলম বলেন, 'কারাগারে আসার পরে আসামি ইসমাইল গত মাসের ৩১ তারিখ হতে কারা হাসপাতালে ভতিপূর্বক শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার জন্য অসুস্থ হলে তাকে চিকিৎসা প্রদান করা হয়। অবস্থা আরো খারাপ হলে রবিবার সকাল ৯ টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১২ টার দিকে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসক acute hepatic failure বলে জানিয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।