পটুয়াখালীতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালীতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। রবিবার (৩সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বদরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম (৬০) পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী।
মামলার বিবরণী থেকে জানা যায়, মোয়াজ্জেম হাওলাদারের ছেলে সালাউদ্দিন (২০) কে বোন মনিকা বেগম বারবার ভাত খাওয়ানোর চেষ্টা করে। এতে সালাউদ্দিন ক্ষুব্ধ হয়ে তার বোনকে ধাওয়া করে। পরে মা রাবেয়া ছেলেকে খাওয়ার জন্য জোর করে। এতে ছেলে বাড়ির মধ্যে থেকে তাল গাছের একটি লাঠি নিয়ে মা রাবেয়া বেগম এর মাথায় আঘাত করে। এতে মায়ের মাথার খুলি ফেটে মাটিতে লুটিয়ে পড়ে ও ঘটনাস্থলে মারা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম সজল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসামীকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ বিষয়ে সদর থানায় একটি মামলা করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানাগেছে আসামী মানসিক রোগী। তিনি গত কয়েক বছর ধরে চিকিৎসাধীন রয়েছেন। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন। নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।