বেড়া পৌরসভায় শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র সভা অনুষ্ঠিত।
, বেড়া, পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া পৌরসভার সভাকক্ষে বেড়া শহর সমন্বয় সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল ১০টায় বেড়া পৌরসভার সভাকক্ষে বেড়া শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপত্বি করেন বেড়া পৌরসভার প্যানেল মেয়র, তারিকুল ইসলাম তারেক। কমিটির সভায় শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র সভাপতি ও পৌর মেয়র এস, এম আসিফ শামস রঞ্জনের নির্দেশনায় আজকের সভার অনুষ্ঠিত হয়। তিনি দেশের কাজে চীনে ছিলেন। বেড়া পৌরসভার উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। ২০২৩-২৪ অর্থ বছরের শহর উন্নয়নে (টিএলসিসি)’র সকল সদস্যদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর সহকারি প্রকৌশলী, ফিরোজুল ইসলাম, সেনেটারি অফিসার লিয়াকত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, বেড়া পৌর শহর সমন্বয় কমিটির সদস্য জনাব আল মাহমুদ সরকার, বেড়া উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আবু সাইদ, বেড়া পৌর আওয়ামীলীগের সিনিউর সহ সভাপতি সাখাওয়াত হোসেন হান্নান, বেড়া প্রেস ক্লাবের সেক্রেটারি ও শহর সমন্বয় কমিটির সদস্য জনাব, উজ্জ্বল হোসাইন। কাউন্সিলর আবু সাইদ, কাউন্সিলর মিজানুর রহমান, নান্না, সহ মহিলা কাউন্সিলবৃন্দ সহ পৌরসভার সকল কাউন্সিলর ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন বেড়া পৌর নির্বাহী প্রকৌশলী হারুনার রশিদ। আয়োজনে ছিলেন, বেড়া, পৌরসভা ও শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)। ছবি সহ
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা প্রতিনিধি।
তারিখ ৪/৯/২৯/২৩
মোবাইল ০১৭১৩৭৩০৫৫২