জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এর বিভাগীয় পর্যায়ের
পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের আয়োজনে আজ ৫ই সেপ্টেম্বর সকাল ১১:০০ টায় খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ খুলনা বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) খুলনা বিভাগ হিসেবে পুরষ্কার গ্রহণ করেছেন মোঃ ওমর ফারুক, সহকারী শিক্ষক (বাংলা), সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন মোঃ হেলাল মাহমুদ শরীফ, বিভাগীয় কমিশনার, খুলনা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস কে মোস্তাফিজুর রহমান, উপপরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,খুলনা অঞ্চল, খুলনা ও খো: রুহুল আমিন, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,খুলনা অঞ্চল, খুলনা।
সভাপতিত্ব করেন প্রফেসর শেখ হারুনর রশীদ,পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ এনামুল ইসলাম বকুল, সহকারী পরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,খুলনা অঞ্চল, খুলনা।
Leave a Reply