পটুয়াখালীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
সনাতন ধর্মানুসারে, শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ বুধবার শুভ জন্মাষ্টমী তাঁর এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকেন। এদিকে জন্মাষ্টমী পালন উপলক্ষে দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীরা নানা ধর্মীয় আড়ম্বর-আনুষ্ঠানিকতার আয়োজন করেছেন।তারি ধারাবাহিকতায় পটুয়াখালীতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে।
বুধবার সকাল দশটায় হিন্দু সমাজ গৃহ, সেন্টার পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি শ্রী স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান আহমদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পুলিশ সুপার-মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল আহসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. উজ্জল বোস, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ এর সদস্য শ্রী সন্তোষ কুমার দাস, হিন্দু সমাজ গৃহ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী শুভাশিস মুখার্জি, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শ্রী উৎসব মুখর রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশাল এক রেলী শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে আবার হিন্দু সমাজ গৃহে এসে সমাপ্তি ঘটে।