নগরকান্দায় ৩ পুত্রবধূ মিলে শাশুড়ীকে মেরে বাড়ী থেকে তাড়িয়ে দিয়ে গাছ বিক্রি করে আত্মসাৎ করার পায়তারা।
মোঃআবিদ হুসাইন
নগরকান্দা ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় পুত্রবধূ মিলে শাশুড়ীকে মারধর করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়ে গাছ বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করার পায়তারা করছে। উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে গোড়াইল গ্রামের মৃত সাদেক শেখ প্রায় পাঁচ বছর আগে মারা যায়। মৃত্যুকালে স্ত্রী সাজেদা বেগম, তিন পুত্র ও এক কন্যা রেখে যায়।
তিন ছেলেই বিদেশে থাকে। সাজেদা বেগম গ্রামের বাড়ীতেই পুত্রবধূদের সংসারে থাকে।
কিন্তু ছেলে জালালের স্ত্রী শারমীন আক্তার সঞ্জ ও জিয়ার এর স্ত্রী ডালিয়া বেগম শাশুড়ীর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাকে কয়েক দিন আগে মারপিট করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। সাজেদা বাড়ী থেকে মেয়ের স্বামীর বাড়ী নগরকান্দায় আশ্রায় নেয়। এই সুযোগে শারমীন ও ডালিয়া বাড়ীর পাশের প্রায় ৩০ টি মেহগনি গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করার পায়তারা করছে জানতে পেরে সাজেদা বেগম বাদী হয়ে শারমিন, ডালিয়া ও জামাল নামের একজনসহ মোট তিনজনকে অভিযুক্ত করে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত করেছে।
স্থানীয়ভাবে এ বিষয় নিয়ে একটি সমাধানের চেষ্টা চলছে বলে এলাকার রাজেক মাতুব্বর জানান।
সাজেদা বেগম জানান বিদেশে থেকে আমার সন্তানেরা তাদের স্ত্রী দের দিয়ে গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। কিন্তু এই গাছের অংশ আমি ও আার মেয়েও পাবো। আমার স্বামীর সম্পত্তি এখনও কোন ভাগবাটোয়ারা হয়নি। তাই তারা একারাই এই গাছ বিক্রি করতে পারেনা।
Leave a Reply