1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন নিপা

এস এম রাসেল, চাঁদপুর সদর উপজেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯ Time View

চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন নিপা
এস এম রাসেল , চাঁদপুর :

চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে একসঙ্গেn চার সন্তান জন্ম দিলেন নিপা সরকার নামের এক গৃহবধূ। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে যান । পরে নরমাল ডেলিভারিতে পরপর চার সন্তান প্রসব করেন তিনি।তাদের অবস্থার অবনতি হওয়ায় শিশুদের ইনকিউবেটরে রাখা হয়েছে।

চার সন্তান জন্ম হওয়ার খবরে স্বজনদের পাশাপাশি উৎসুক জনতা হাসপাতালে ভিড় করে। নিপা-লিটন দম্পতির আগে কোনো সন্তান হয়নি। তাদের দাম্পত্য জীবনে প্রথম এই চার সন্তান।চিকিৎসকরা বলছেন মাত্র ২৯ সপ্তাহ হওয়ায় শিশুরা পুষ্টি হীনতায় জন্ম নেয়।

প্রিমিয়ার হাসপাতালের নার্স নমিতা সরকার বলেন, হাসপাতালে আনার পর দ্রুত চিকিৎসা দেওয়া হয়। সিজারের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পরে নরমাল ডেলিভারি হয়। চার সন্তানের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে।

নিপার স্বামী লিটন সরকার কুমিল্লার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নিপা সরকারের জেঠিমা মুক্তা রানি জানান, ছয় বছর আগে পারিবারিকভাবে লিটন-নিপা দম্পতির বিয়ে হয়। কয়েক মাস আগে শহরের ঘোষপাড়ায় নিপা তাঁর বাবার বাড়িতে অবস্থান নেন।

প্রিমিয়ার হাসপাতালের চিকিৎসক মিঠুন চক্রবর্তী জানান, সাত মাসের গর্ভবতী ছিল নিপা সরকার। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। নরমাল ডেলিভারিতে চার সন্তান জন্ম নেয়। এখন শিশুদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে পক্ষ থেকে তাদের চিকিৎসাসেবায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
####
এস এম রাসেল, চাঁদ পুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss