দিঘলিয়ার ছাত্রলীগ নেতা সুমনকে ফাঁসাতে পায়তারা থানায় জিডি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার ,মুক্তিযোদ্ধা টিভি।
বাংলাদেশ ছাত্রলীগ দিঘলিয়া সদর ইউনিয়ন এর সাবেক যুগ্ন আহবায়ক ও বর্তমান দিঘলিয়া সদর ইউনিয়ন এর সভাপতি পদপ্রার্থী দেয়াড়া ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সোবাহান শেখ এর পুত্র মো:সুমন (২৭) কে হেয়ো প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বাড়িতে অবৈধ মালামাল রেখে সুমন শেখ ও তার পরিবারকে ফাঁসানোর জন্য পায়তারা চালাচ্ছে বলে সুমন শেখের দাবি এ মর্মে সুমন শেখ দিঘলিয়া থানায় একই এলাকার বাসিন্দা মনির ব্যাপারীর পুত্র ১। জিহাদ ব্যাপারী (২৪) ২।মো: মিরাজ এর পুএ রিয়াজুল ইসলাম জয় (২৩) ৩। মো: নাসির এর পুএ শিমুল (২৩) এর নাম উল্লেখ করে দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছে যার নং-১২১। তাং-৩/৯/২৩ ইং। এ বিষয়ে সুমন শেখ সাংবাদিকদের জানান যে তিনি বাংলাদেশ ছাত্রলীগ দিঘলিয়া উপজেলার ৩ নং সদর ইউনিয়ন এর সভাপতি পদপ্রার্থী হিসেবে দাঁড়ানোর পর থেকেই তাকে বিভিন্নভাবে একটি কুচক্রী মহল হেয়ো প্রতিপন্ন করে আসছে এমনকি তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করছে।
Leave a Reply