চাঁদপুর রঘুনাথপুরে খাল থেকে রিক্সা চালক দুলালের লাশ উদ্ধার
সদর উপজেলা প্রতিনিধি, চাঁদপুর :ঃ
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর থেকে রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুর্বৃত্তরা রিক্সা চালক দুলালের মাথায় কুপিয়ে হত্যা করে খালের পানিতে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইয়াকুব বেপারী বাড়ির সামনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে গ্রাম পুলিশ কুদ্দুস লাশ দেখতে পেয়ে থানাকে জানায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইয়াসিন আরাফাত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইয়াসিন আরাফাত জানান, হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করে এর সাথে জড়িতদের খুব দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ।
####
এস এম রাসেল, চাঁদপুর