পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালীতে সল্প আয়ের অসহায় অস্বচ্ছল অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ৩৮টি চেকের মাধ্যমে ২৭ লক্ষ টাকা প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ।
শনিবার (১৬সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী পৌর এলাকার ফায়ার সার্ভিস সড়ক সংলগ্ন সিটি সেন্টার অডিটরিয়ামে এ চেক বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান , পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান পারভেজ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
চেক বিতরনের সময় আলী আশরাফ বলেন, “যারা দেশে ৫০১ টা বোমা ব্লাস্ট করেছে। তারপর বলেছে শেখ হাসিনা না-কি ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে এসেছে। ভোট কি তাদের দিবেন? ভোট আপনাদের আমানত। আপনারা তাকেই বাছাই করুন যে দেশ জাতির উন্নয়নে কাজ করে।
Leave a Reply