ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন।
বিশেষ প্রতিনিধিঃ
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা সবার আগে” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং) দুপুরে ভোলা সদরের একটি চাইনিজ রেস্তোরায় ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সকল সদস্যের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য খবর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক তুহিন খন্দকারকে সভাপতি ও দৈনিক সময় সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এম গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা হয়। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন – সিনিয়র সহ-সভাপতি লিটন শেখ (নিউজ বিডি),সহ -সভাপতি শহীদুল ইসলাম সোহেল (দৈনিক দক্ষিণের ক্রাইম),সহ- সভাপতি জাকির পারভেজ (দৈনিক মতবাদ),সহ-সভাপতি বিজয় বাইন (ভোলা প্রকাশ),সহ- সভাপতি এইচ এম ফাহাদ (দৈনিক আমাদের সংবাদ)
যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সজিব (দৈনিক আজকের দর্পন), যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দিন (দৈনিক প্রথম সকাল) সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহেল (দৈনিক আমাদের বরিশাল),সহ-সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী হাসান সুমন (দৈনিক সত্য সংবাদ),দপ্তর সম্পাদক মোঃ হাবিবুল্লাহ সুমন (দৈনিক আমাদের বরিশাল),প্রচার সম্পাদক নিয়াজ মাহমুদ জয় (দৈনিক সকালের সময়),ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নোমান (দৈনিক ভোলা টাইমস),শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো: হাসান লিটন (দৈনিক সংবাদ সারাবেলা),তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কবি আমজাদ (সম্পাদক সকালের ডাক),প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক এম শামসুর রহমান সোহেল (মাই টিভি, দুবাই প্রতিনিধি),সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আকাশ (দৈনিক আজকের পত্রিকা)।
নির্বাহী সদস্যঃ
মোঃ সাগর চৌধুরী (সম্পাদক wnews.com)
সম্পাদক, আঃ ছাত্তার (সম্পাদক- উপকুল বার্তা),
এম আর মামুন (সম্পাদক- দৈনিক সময়ের চিত্র),
মোঃ সেলিম রানা (দৈনিক আমার সংবাদ)
সাধারন সদস্যঃ
এইচ এম এরশাদ (দৈনিক আমার সংবাদ),
গোলাম মাহমুদ শাওন(দৈনিক বরিশাল সমাচার),
এম আনোয়ার হোসেন (ক্রাইম আওয়ার ডট কম),
বাসেত মৃধা (টুডে ক্রাইম),
হাওলাদার সাহাবুদ্দিন (দৈনিক মানব কন্ঠ),
মোঃসৌরভ আলী (দৈনিক শিক্ষা ডট কম),
মোঃ ইসরাফিল (দৈনিক নবচেতনা),
মো: শামসুদ্দিন খোকন (দৈনিক আমার বার্তা), জুলফিকার তালুকদার (দৈনিক শিরোমনি)।
সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান সংগঠনের সভাপতি তুহিন খন্দকার।
Leave a Reply