দিঘলিয়াতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
হুসাইন মোহাম্মদ রাব্বি
বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টিভি
দিঘলিয়া, ১৭ই সেপ্টেম্বর, ২০২৩ জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে দিঘলিয়াতে আজ নানা কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচির অংশ হিসেবে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জনাব আব্দুস সালাম মুর্শিদি সংসদ সদস্য খুলনা -৪।
মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেছেন। উন্নয়ন মেলার শুভ উদ্বোধন শেষে রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের আয়োজনে দিঘলিয়া উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা প্রশাসক জনাব খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচি, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী সহ না না শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামীতে উন্নত রাষ্ট্রে পরিনত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা শেষে ইউএনও এবং অতিথি বিন্দু মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন দপ্তর ও ইউনিয়নের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার ৯ টা স্টল ঘুরে দেখেন।
Leave a Reply