পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সিরকার দিবস
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি , পটুয়াখালী।
"শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি" এই স্লোগান কে সামনে রেখে পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় পটুয়াখালী জেলা সার্কেট হাউজ থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে জেলা শীল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সংরক্ষিত মহিলা সদস্য কানিজ সুলতানা হেলেন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দিনব্যাপী নানা কর্মসূচির রয়েছে বিকাল ৩ টায় ডিসি স্কয়ার মাঠে হাডুডু খেলা এছাড়া বিকাল সাড়ে চার (০৪:৩০) টায় জেলা শিল্পকলা একাডেমি তে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।