৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা শিক্ষা অফিস, চুয়াডাঙ্গার আয়োজনে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অদ্য ১৬.সেপ্টম্বর .২০২৩ ইং বিকাল ৪:০০ ঘটিকায় জেলা পর্যায়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ০৩(তিন) দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা; বিশেষ অতিথি আব্দুল্লাহ্ আল-মামুন, সম্মানিত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); মোঃ আতাউর রহমান, জেলা শিক্ষা অফিসার ও সম্পাদক, জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, চুয়াডাঙ্গাসহ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী খেলোয়ার, কোচ, কলাকুশলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।