বিশ্বায়নের যুগে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম…… এমপি শাওন
বিশেষ প্রতিনিধিঃ
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এমপি শাওনের লালমোহন কলেজপাড়াস্থ বাসায় ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় এমপি শাওন বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের আয়না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হচ্ছে। বিশ্বায়নের যুগে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা স্মার্ট বাংলাদেশ পদার্পণ করেছি। স্মার্ট মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল সংবাদ পাওয়া যায়। মিথ্যা গুজব বর্জন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে সক্ষম। ভোলা জেলা বাংলাদেশের অন্য জেলার চেয়ে এখন আর পিছিয়ে নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে লালমোহনে নুরুন্নবী চৌধুরী ফ্রি আইসিটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণের পর ঘরে বসে লার্নিং আর্নিং এর মাধ্যমে ডলার ইনকাম করে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশকে সমৃদ্ধ করছে। আমি আশা করছি ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকার, সাধারণ সম্পাদক এ কে এম গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি লিটন শেখ, সহ-সভাপতি শহিদুল ইসলাম সোহেল, সহ-সভাপতি বিজয় বাইন,
যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সজিব, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সদস্য মিহির মারুফ প্রমুখ।
Leave a Reply