1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোমণি বাইপাসে মাছের ঘেরে বিশেষ (বিষ) প্রয়োগে আব্দুস সালামের প্রায় ৫/৬ লক্ষ টাকার চিংড়ি নিধন

হুসাইন মোহাম্মদ রাব্বি, বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

শিরোমণি বাইপাসে মাছের ঘেরে বিশেষ (বিষ) প্রয়োগে আব্দুস সালামের প্রায় ৫/৬ লক্ষ টাকার চিংড়ি নিধন

হোসাইন মোহাম্মদ রাব্বি,
বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টিভি

নগরীর খানজাহান আলী থানাধিন শিরোমণি বাইপাসের মাছের ঘেরে বিশেষ ঔষধ(বিষ) প্রয়োগে চিংড়ীসহ সাদা মাছ চুরির ঘটনায় ঘের মালিকগণ উদ্বিগ্ন। গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাইপাসের নুরোর খালের পাশে শেখ আব্দুস সালামের মাছের ঘেরে বিশেষ ঔষধ(বিষ)প্রয়োগ করে প্রায় ৫/৬ লক্ষ টাকার চিংড়ী মাছ চুরির অভিযোগ পাওযা গেছে। ভুক্তোভোগী শেখ আব্দুস সালাম জানায়, শিরোমণি বাইপাসের নুরোর খালপাড়ে আমার ১২ বিঘার একটি মাছের ঘের আছে। ঐ ঘেরে আমি চিংড়ী মাছ চাষ করে আমার সংসার চালাই। প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে আমি ঘেরের ভেড়ির উপর তরিতরকারি আনতে যাই। ঘেরের এসে দেখি ভেড়ির পাশে পাশে চিংড়ী মাছ মরে পড়ে আছে। ভেড়ির উপর চোরেরা কিছু আলাম এবং মাছ ফেলে রেখেগেছে। পরে ঘেরে নেমে

কোন চিংড়ী মাছ পাওয়া যায়নি। সালাম জানায়, বিশেষ এ ঔষধ(বিষ) ঘেরের পানিতে প্রয়োগে মাছ অকি্রাজেন ফেল করে ভেড়ির পাশে চলে আসে তখন চোরেরা জাল দিয়ে মাছ গুলি ছেকে তুলি নিযে গেছে। তিনি জানায় আমার ঘেরে গত বছর ২ বারসহ এ পর্যন্ত ৬/৭ বার চুরির ঘটনা ঘটেছে। বিলডাকাতিয়ার ঘের মালিক সমিতির মাধ্যমে আমি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি কোন প্রতিকার পাওয়া যায়নি। তিনি আরো জানায় বাইপাসের ছিনতাইসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্র এই কাজ করতে পারে । এ ব্যাপারে ভুক্তোভোগীসহ ঘের মালিক সমিতি বিলডাকাতিয়ায় নিরাপদে মাছ চাষে সংঘবদ্ধ এই চক্রকে আটকসহ পুলিশের তৎপরতা বৃদ্ধির আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss